জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই নতুন পরিষেবা ও ফিচার চালুর পাশাপাশি সাবস্ক্রিপশন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রম এক সাক্ষাৎকারে বলেন, মূল্য বৃদ্ধি বা মূল্য সমন্বয় আমাদের ব্যবসায়িক কৌশলের অংশ। যখন তা যুক্তিযুক্ত মনে হবে, তখনই আমরা তা প্রয়োগ করব।
তিনি আরও জানান, নতুন ফিচার ও সেবা চালুর অংশ হিসেবেই সাবস্ক্রিপশন ফিতে পরিবর্তন আসছে। স্পটিফাইয়ের লক্ষ্য আগামীতে ১০০ কোটি ব্যবহারকারীতে পৌঁছানো।
নতুন সাবস্ক্রিপশন ফি
চলতি আগস্ট মাসে স্পটিফাই ঘোষণা দিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে কিছু বাজারে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ফি বাড়বে। নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৯৯ ইউরো, যা আগে ছিল ১০ দশমিক ৯৯ ইউরো। এই সিদ্ধান্ত কার্যকর হবে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে।
আর্থিক দিক
মূল্যবৃদ্ধির পাশাপাশি খরচ কমানোর পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের প্রথম বার্ষিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
তবে এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স স্পটিফাইয়ের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স


