ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এআই দিয়ে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের সেরা ১০ প্রম্পট

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য এখন আর ব্যয়বহুল ফটোগ্রাফি ও ঝক্কির দরকার নেই। গুগল জেমিনি (Google Gemini) ও অন্যান্য এআই টুলের মাধ্যমে দম্পতিরা মুহূর্তে নিজেরা প্রি-ওয়েডিং ছবি তৈরি করতে পারছেন। কেবল একটি সঠিক প্রম্পট ব্যবহার করলেই তৈরি হয়ে যাচ্ছে ঝকঝকে, অর্থবহ ও ব্যক্তিগত স্পর্শযুক্ত ছবি।

কেন এআই-ভিত্তিক প্রি-ওয়েডিং শ্যুট জনপ্রিয়

  • ব্যয়বহুল ফটোগ্রাফির ঝামেলা নেই।
  • মুহূর্তে কাঙ্ক্ষিত লোকেশন, পোশাক ও আবেগ ফুটিয়ে তোলা যায়।
  • ব্যক্তিগত সাংস্কৃতিক পরিচয় সহজে ছবিতে তুলে ধরা যায়।
  • একটি প্রম্পট দিয়েই অসংখ্য ভিন্ন ছবি তৈরি করা সম্ভব।

প্রম্পট তৈরি করার সময় খেয়াল রাখার বিষয়

  • দম্পতির স্টাইল, ঋতু, সময় (দিন/রাত) ও লোকেশন উল্লেখ করা।
  • ছবির আবেগ (আনন্দময়, অন্তরঙ্গ, রোমান্টিক, মহাকাব্যিক ইত্যাদি) বিস্তারিত লিখতে হবে।
  • দম্পতির কার্যকলাপ (হাঁটা, হাসি, হাত ধরা, নাচ ইত্যাদি) পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
  • পোশাকের ধরন, রঙ ও স্টাইল উল্লেখ করা জরুরি।
  • চাইলে প্রপস বা অতিরিক্ত উপকরণের বর্ণনা দিতে হবে।
  • আলোর ধরন ও ফটোগ্রাফি মোড উল্লেখ করলে নান্দনিকতা বাড়বে।
  • সাংস্কৃতিক পরিচয় উল্লেখ না করলে ছবিতে স্বকীয়তা কমে যাবে।

কপি-পেস্ট করার মতো ১০টি দুর্দান্ত প্রম্পট

১. রাজস্থানি দুর্গে রাজকীয় আবহ

‘Design a pre-wedding photoshoot for an Indian couple in a grand Rajasthani fort…’

২. মুন্নারের কুয়াশাচ্ছন্ন পাহাড়ে রোম্যান্স

‘Generate a pre-wedding scene in the misty hills of Munnar…’

৩. মুম্বাইয়ের রঙিন স্ট্রিট আর্টের মাঝে

‘Create a pre-wedding concept in a modern Mumbai street with vibrant street art…’

৪. রঙের উৎসবের আনন্দে

‘Design a vibrant pre-wedding photoshoot during a colorful Indian festival…’

৫. উদয়পুরের শান্ত লেকের মাঝে প্রেম

‘Generate a romantic pre-wedding scene on the serene lakes of Udaipur…’

৬. ইউরোপীয় ক্যাথেড্রালে চিরন্তন সৌন্দর্য

‘Create a pre-wedding scene inside a historic European cathedral…’

৭. সৈকতের ধারে হাত ধরে হাঁটা

‘Generate a pre-wedding photoshoot at a pristine coastal beach…’

৮. ইউরোপীয় ভিনইয়ার্ডে প্রেমের গল্প

‘Design a pre-wedding scene in a lush European-style vineyard…’

৯. কটেজের ভেতর অন্তরঙ্গ মুহূর্ত

‘Create an intimate first-look pre-wedding shoot inside a rustic cottage…’

১০. লেকসাইড চ্যাপেলে রূপকথার দৃশ্য

‘Generate a pre-wedding photoshoot at a small lakeside chapel…’

গুগল জেমিনি (Google Gemini)–র মতো এআই টুল বিয়ের আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুটকে এক নতুন মাত্রা দিয়েছে। শুধু সঠিক প্রম্পট ব্যবহার করলেই তৈরি হয়ে যাচ্ছে ঝকঝকে, অর্থবহ ছবি।

NB/FJ
আরও পড়ুন