ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন আইফোন কিনতে বাংলাদেশিদের লাগবে ১২৫ দিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

আয় ব্যয়ের পার্থক্য দেশভেদে আকাশ-পাতাল। একই মডেলের ফোন তবে কিনতে কোথাও কয়েক দিনের বেতনেই সম্ভব, আবার কোথাও কয়েক মাসের কষ্টার্জিত অর্থ জমাতে হয়। গড় আয়ের ভিত্তিতে একেক দেশে নতুন আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) কিনতে একজন মানুষের কত দিন কাজ করতে হবে, তার একটি তুলনামূলক হিসাব প্রকাশ করা হয়েছে।

 আইফোন

চার দেশের বিস্তারিত চিত্র

লুক্সেমবার্গে মাসিক গড় আয় প্রায় ১০ লাখ টাকা। সেখানকার মানুষের প্রতিদিনের গড় আয় প্রায় ৪৬ হাজার টাকা। আইফোনের দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা। ফলে মাত্র ৪ দিন কাজ করলেই নতুন ফোন কেনা সম্ভব।

যুক্তরাষ্ট্রে মাসিক গড় আয় প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা। দৈনিক আয় প্রায় ২৯ হাজার টাকা। সেখানে আইফোনের দাম প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা। অর্থাৎ ৫ দিন কাজ করলেই মিলবে নতুন ফোন।

ফিলিপাইনে মাসিক আয় গড়ে ৯৬ হাজার টাকা হলেও আইফোনের দাম প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা। ফলে একজন সাধারণ মানুষকে সেখানে নতুন ফোন কিনতে ৩৯ দিন কাজ করতে হয়।

ভারতে মাসিক গড় আয় মাত্র ৩৫ হাজার টাকা। দৈনিক আয় প্রায় ১ হাজার ৫৭৫ টাকা। আইফোনের দাম সেখানে প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা। তাই নতুন ফোন কিনতে একজন গড় আয়ের মানুষকে কাজ করতে হয় টানা ১১৯ দিন।

আরও ২৯ দেশের হিসাব

তালিকা অনুযায়ী, নতুন আইফোন কিনতে

  • সুইজারল্যান্ডে লাগে ৩ দিন
  • বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়েতে লাগে ৪ দিন
  • অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, কানাডায় ৫ দিন
  • ফ্রান্স, সুইডেনে ৬ দিন
  • যুক্তরাজ্যে ৭ দিন
  • নিউজিল্যান্ডে ৭ দিন
  • সিঙ্গাপুরে ৮ দিন
  • ইতালি ও সংযুক্ত আরব আমিরাতে ৮ দিন
  • স্পেনে ৯ দিন
  • চেক প্রজাতন্ত্রে ১২ দিন
  • পোল্যান্ডে ১৭ দিন
  • পর্তুগালে ২৪ দিন
  • হাঙ্গেরিতে ২৭ দিন
  • চিলিতে ৩২ দিন
  • মালয়েশিয়ায় ৪৫ দিন
  • থাইল্যান্ডে ৬১ দিন
  • ব্রাজিলে ৭৭ দিন
  • তুরস্কে ৮৯ দিন
  • ভিয়েতনামে ৯৯ দিন লাগে।

বাংলাদেশের বাস্তবতা

বাংলাদেশে মাসিক গড় আয় মাত্র ২৮ হাজার ২৫৯ টাকা। কর্মদিবস ২২ দিন ধরে হিসাব করলে দৈনিক গড় আয় দাঁড়ায় ১ হাজার ২৮৪ টাকা। অন্যদিকে নতুন আইফোন ১৭ প্রো (২৫৬ জিবি) এর সম্ভাব্য দাম প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। ফলে গড় আয়ের একজন ব্যক্তিকে ফোনটি কিনতে টানা ১২৫ দিন কাজ করতে হবে।

অর্থাৎ চার মাসেরও বেশি সময়ের পরিশ্রমের সমান আয় খরচ করে পাওয়া যাবে একটি নতুন আইফোন। আয় বেশি হলে সময় কম লাগবে, আয় কম হলে সময় আরও বেশি।

তুলনাটি স্পষ্ট করে দেয়, উন্নত দেশগুলোতে নতুন আইফোন কেনা তুলনামূলকভাবে সহজ হলেও বাংলাদেশসহ অনেক দেশে এখনো সেটি বেশ কঠিন।

NB/SN
আরও পড়ুন