হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য যুক্ত হলো নতুন ‘নোট’ ফিচার। ইনস্টাগ্রামের নোট ফিচারের মতোই এবার হোয়াটসঅ্যাপেও ব্যবহারকারীরা নিজের মুড, ভাবনা, গানের লাইন কিংবা যেকোনো ছোট বার্তা সহজে শেয়ার করতে পারবেন। ব্যস্ত সময়েও আলাদা করে মেসেজ না পাঠিয়ে পরিচিতরা এখন ব্যবহারকারীর অবস্থা জানতে পারবেন এক নজরে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা নিয়মিত নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করছে। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপের ‘About’ সেকশনে এসেছে বড় ধরনের পরিবর্তন। আগে যেখানে শুধুমাত্র একটি ছোট স্ট্যাটাস লেখা যেত, এখন তা আরও আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠেছে।
নতুন ‘About’ নোট ব্যবহারকারীর প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যেই প্রদর্শিত হবে। কেউ চ্যাট খুললেই নোটটি দেখতে পাবে এবং চাইলে সরাসরি রিপ্লাইও করতে পারবে। ব্যস্ততার কারণে বার্তা দেখতে না পারলে ‘ব্যস্ত আছি’ বা ‘মিটিংয়ে আছি’ এ ধরনের নোট সহজেই অন্যদের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে বলে জানা গেছে।
কীভাবে ব্যবহার করবেন নতুন About নোট
- হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
- প্রোফাইল ছবিতে ক্লিক করুন, About সেকশনটি খুলবে।
- যেটি শেয়ার করতে চান, সেটি সেখানে লিখুন।
- কারা এটি দেখতে পাবে এবং কতক্ষণ দৃশ্যমান থাকবে, তা সিলেক্ট করুন।
ফেসবুক গ্রুপে পরিচিত হওয়া যাবে নাম গোপন রেখেই