ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হচ্ছে আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। 

ঘোষণা অনুযায়ী লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোজ্যতেলের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছিলেন। বাজারে ৫ লিটারের বোতল ৯৬৫ টাকায় (আগের দাম ৯২২ টাকা) এবং ১ লিটারের বোতল ১৯৮ টাকায় (আগের দাম ১৮৯ টাকা) বিক্রি হচ্ছিল।

এ বিষয়ে সম্প্রতি সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, ব্যবসায়ীরা মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই দাম বাড়িয়েছিলেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো আইনগত ভিত্তি নেই।’

মন্ত্রণালয়ের সেই সতর্কবার্তার পরপরই আলোচনার মাধ্যমে রোববার আনুষ্ঠানিকভাবে নতুন দাম ঘোষণা করল তেল রিফাইনারিগুলোর সংগঠন।

DR/SN