বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো এই মূল্যবান ধাতুর দাম আউন্স প্রতি ৪ হাজার ৩৮০ ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক বাজারের এই ঝোড়ো হাওয়ায় দেশের বাজারেও সোনার দাম আকাশচুম্বী হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার কমানো এবং বিশ্ববাজারে ডলারের মান কিছুটা শিথিল হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিপুল পরিমাণ স্বর্ণ মজুত করার প্রবণতায় চলতি বছরেই সোনার দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে।

আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত ২১ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

তথ্যমতে, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ২৭ বার। গত বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালেও যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমতে পারে, যার ফলে ভবিষ্যতে সোনার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

DR/SN
আরও পড়ুন