বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দুই কোটি লিটারেরও বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
অর্থ উপদেষ্টা জানান, সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার সচেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে বড় পরিমাণে সয়াবিন তেল সংগ্রহের এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি আরও জানান, সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় ড. সালেহউদ্দিন বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার কাজ সম্পন্ন করা হবে।’ প্রশাসনিক গতিশীলতা ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতেই এই বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি আইপিএল সম্প্রচার বন্ধের ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের অর্থনীতি বা সরকারি ক্রয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘এই সমস্যার সূত্রপাত বাংলাদেশ করেনি। মোস্তাফিজুর রহমানের মতো একজন বিশ্বখ্যাত ও দক্ষ খেলোয়াড়কে মেধার ভিত্তিতেই আইপিএলে নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি দুর্ভাগ্যজনক এবং দুই দেশের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত যৌক্তিক ও যথাযথ।’
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না: সালেহউদ্দিন