নিজস্ব প্রতিবেদক : দেশের দুই শেয়ারবাজারে লেনদেন আজ ছাড়িয়েছে সাড়ে ৬০০ কোটি টাকা। একইসাথে সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা, আর সূচক বেড়েছে ৮.৩৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।
বুধবার (১৫ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার লেনদেনের শুরুতে কিছু সময় সূচকের নিম্মমুখী প্রবণতা ছিল। এর কয়েক মিনিট পর বাজারটি ঘুরে দাঁড়াতে শুরু করে। একইসাথে লেনদেন ভলিউমও আগের দিনের চেয়ে বাড়তে থাকে। বাজারের এই পরিস্থিতি লেনদেনে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ৮.৩৫ পয়েন্ট বেড়ে ৬২৫৮.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ ৩.১৫ পয়েন্ট বেড়ে ১৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে ২১২০.৭৪ পয়েন্টে দাঁড়ায়।
এদিকে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা। যা আগের দিন (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। এতে করে আগের দিনের চেয়ে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০৫ কোটি টাকা।
ডিএসইতে লেনদেনে ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ১৮ কোটি ৮৫ লাখ দুই হাজার ৮৬০টি শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫২টির শেয়ার দর।
আর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে- দেশবন্ধু পলিমার, জেমিনি সি ফুড, ফু-ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপিওভেন ব্যাগ লিমিটেড, এমারেল্ড ওয়েল, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, বিডিথাই এ্যালমোনিয়াম, রূপালী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা ও ইয়াকিন পলিমার।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩১.০২ পয়েন্ট বেড়ে ১৮৫৪৬.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এক্সচেঞ্জটিতে আজ মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। যা আগের দিনে হয়েছিল ৭ কোটি ২৩ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ১৩৫টি কোম্পানি। এরমধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টি কোম্পানির শেয়ার দর।
