ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম

চলতি বছরের নভেম্বর মাসে দেশে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২.৯৮ কোটি ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪.৪২ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫.৩১ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭২.৬৬ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ০.৫৯ কোটি মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার। এরপরের মাস আগস্টে এসেছিল ১৬০ কোটি ডলার। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় আসে ১৩৪ কোটি ডলার। আর গত অক্টোবর মাস রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার।

আরও পড়ুন