ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে ০.১৭ শতাংশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের (নভেম্বর) তুলনায় কিছুটা কমেছে। ডিসেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশ। যা নভেম্বরে ছিল ৯.৫৮ শতাংশ। অর্থাৎ কমেছে ০.১৭ শতাংশ। রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।

বিবিএসের তথ্যে অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। আর গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ।

বিবিএসের তথ্য আরো বলছে, গত অক্টোবর ও নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৯.৯৩ ও ৯.৪৯ শতাংশ। সে হিসেবে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪৮ শতাংশ, আর শহরে এটি ৯.১৫ শতাংশ হয়েছে।

অন্যদিকে, গত মাসে দেশে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। ডিসেম্বরে শহর ও গ্রাম নির্বিশেষে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৮.৫২ শতাংশ, যা নভেম্বরে ছিল ৮.১৬ শতাংশ। অপরদিকে ডিসেম্বরে শহর ও গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি প্রায় সমান ছিল। গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গ্রামে ৮.৪১ শতাংশ ও শহরে ৮.৩৯ শতাংশ হয়েছে।

এদিকে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববার প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বলেন, এখন বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে না আসা পর্যন্ত গৃহীত পদক্ষেপ চলবে। কয়েক মাসের মধ্যে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। ব্যাংকখাতে বড় সমস্যা খেলাপি ঋণ।

IL