স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে বের হওয়ার পদক্ষেপ হিসেবে তৈরি পোশাক ও চামড়াসহ ৪৩ খাতের পণ্যে নগদ প্রণোদনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনো রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা যাবে না। রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা একসঙ্গে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বিবেচনায় চলতি জানুয়ারি থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সিদ্ধান্ত অনুসারে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে জাহাজীকরণ করা পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার জন্য নতুন হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত বছরের আগস্টে রপ্তানি প্রণোদনা নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তখন ৪৩টি পণ্যের বিপরীতে প্রণোদনা প্রদানের ঘোষণা জারি করা হয়। মঙ্গলবারের রপ্তানিমুখী ৪৩ খাতে প্রণোদনা কমছে প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি পুনর্নির্ধারণ করা হয়েছে।
