ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রামীণফোনের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭ এএম

গ্রামীণফোন লিমিটেডের বোর্ড সভায় সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪.৪৯ টাকা। যা আগের হিসাব বছরে হয়েছিল ২২.২৯ টাকা। আর গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৩৯ টাকা। আগের হিসাব বছর একইসময়ে ছিল ৩৪.২২ টাকা।

ঘোষিত লভ্যাংশ প্রদানে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ মে সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।

FI/SA
আরও পড়ুন