এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ  

আপডেট : ১৪ মে ২০২৪, ১২:১২ পিএম

সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি মার্চ মাসের তুলনায় এপ্রিলে ০.৩৫ শতাংশ বেড়ে ১০.২২ শতাংশ দঁড়িয়েছে। সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত এপ্রিল শেষে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.২২ শতাংশ। এটি এর আগের মাস মার্চে ছিল ৯.৮৭ শতাংশ। এর আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি উঠেছিল ১০.৭৬ শতাংশ। এছাড়া গত কয়েক মাস সূচকটি ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করলেও এপ্রিলে নতুন করে ১০ শতাংশ ছাড়িয়েছে।

বিবিএসের তথ্য আরো জানায়, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি মার্চের তুলনায় এপ্রিল মাসে কমেছে। এপ্রিলে মূল্যস্ফীতির সূচকটি দাঁড়িয়েছে ৯.৭৪ শতাংশে। যা মার্চে ছিল ৯.৮১ শতাংশে। কমেছে ০.০৭ শতাংশ।  এর আগে গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি উঠেছিল ১২.৫৬ শতাংশ।

MHR/WA