ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ বাড়ছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:২৫ এএম

কেন্দ্রীয় ব্যাংকের তদারকির মধ্যেই আবারও খেলাপি ঋণ বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। খেলাপি ঋণ কমানোর কৌশল সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কোন নির্দেশনা না দেওয়ায় বেশির ভাগ ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। 

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৭০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে, গত ডিসেম্বরের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৯ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোর খেলাপি বেড়েছে ৩০ দশমিক ৫৩ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ডিসেম্বের প্রান্তিকে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৩৪০ কোটি টাকা, যা মার্চ প্রান্তিক শেষে বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৮৮ কোটি টাকা। তিন মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকা।

তিন মাসে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৪৮৬ কোটি টাকা বেড়ে হয়েছে ৩০ হাজার ৪৯৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ৩১৪ কোটি টাকা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৫৭ কোটি টাকা, বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ৯৩ কোটি টাকা বেড়ে হয়েছে ৮ হাজার ২৯৭ কোটি টাকা।

মার্চ প্রান্তিক শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮৪ শতাংশ, বেসিক ব্যাংকের ৬৩ শতাংশ, জনতা ব্যাংকের ৩১ শতাংশ, অগ্রণী ব্যাংকের ২৮ শতাংশ, রূপালী ব্যাংকের ২১ শতাংশ ও বিডিবিপির ৩৩ দশমিক ৯৭ শতাংশ।

তবে বিপরীত ছিল সরকারি অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিপি)। এই তিন মাসে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৬১২ কোটি টাকা কমে হয়েছে ২০ হাজার ৮৬৪ কোটি টাকা আর বিডিবিপির খেলাপি ঋণ ১২০ কোটি টাকা কমে হয়েছে ৮৭৩ কোটি টাকা।

এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর খবর সংযোগকে বলেছেন, ব্যাংকগুলোতে সুশাসনের অভাব বেশ পুরনো। নানা ক্ষেত্রে দেখা গেছে এ খাতের নানা অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। এতে করে অন্যরাও নতুন করে অপরাধে জড়ানোর সাহস পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দুর্বলতার কারণে ব্যাংক খাতটাই ধীরে ধীরে খাদের কিনারায় চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এর নেতিবাচক প্রভাব ভালো ব্যাংকগুলোর ওপর পড়বে।

MB/WA
আরও পড়ুন