ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজিএমইএ প্রশাসককে সহায়তার লক্ষে ‘সহায়ক কমিটি’ গঠন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০১:০৩ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) দায়িত্বে নিয়োজিত প্রশাসককে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা করার লক্ষে ১০ জনের একটি ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

গঠিত সহায়ক কমিটির সদস্যরা হলেন- ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের মালিক মো. শহিদউল্লাহ আজিম, অনন্ত ক্লথিং লিমিটেডের এনামুল হক খান বাবলু, মিসামি গার্মেন্টস লিমিটেডের মিরান আলী, ক্লিফটন ফ্যাশনের এম. মহিউদ্দিন চৌধুরী, উর্মি গার্মেন্টসের আসিফ আশরাফ, সফটেক্স কটন প্রাইভেট লিমিটেডের রেজওয়ান সেলিম, এম. এস ওয়‍্যারিং অ্যাপারেলস লিমিটেডের আ ন ম সাইফুদ্দিন, এমিটি ডিজাইন লিমিটেডের মো. শিহাবুদ্দোজা চৌধুরী, শাশা গার্মেন্টস লিমিটেডের শামস মাহমুদ এবং অনন্ত অ্যাপারেলস লিমিটেডের শরীফ জহির।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে বিজিএমইএ পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে না পারায় গত ২০ অক্টোবর বোর্ড ভেঙে দেয় সরকার। 

প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে।

AHA/FI
আরও পড়ুন