প্রবিত্র রমজান মাস শুরু হতে না হতেই সবজির বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন। ইফতারে লম্বা বেগুনের চাহিদা বেশি হওয়ায় রাতারাতি বেড়েছে বেগুনের দাম। যা বাজারে শনিবার (১ মার্চ) প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হলেও রোজার প্রথম দিন রোববার (২ মার্চ) তা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মান ভেদে অন্যান্য বেগুন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে কেনাবেচা হতে দেখা গেছে।
রোববার (২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বেগুনের দামের এ চিত্র দেখা গেছে।
রাজধানীর যাত্রাবাড়িতে বাজার করতে আসা শফিকুল ইসলাম বলেন, আজকে বাজারে বেগুনের দাম চাচ্ছে ১০০ টাকা কেজি। অথচ এই বেগুন গতকালও ৬০ টাকায় বিক্রি হয়েছে। আজকে ইফতারে জন্য বেগুনি তৈরী হবে জেনে দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। তারা মনগড়াভাবে নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিয়েছে। একই চিত্র দেখা গেছে শনির আখড়া, রায়েরবাগ, সারুলিয়া ও মেরাদিয়া বাজারে।
বেগুনের দামের বিষয়ে মেরাদিয়া বাজারে এক ক্রেতা বলেন, ভালো মানের লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন, পাশাপাশি গোল বেগুনগুলো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার সুবিধা নিয়ে বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কৃষক সে পরিমাণ দাম না পেলেও মধ্যস্বত্বভোগীরা লাভটা নিয়ে নিচ্ছেন।
সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, গতকাল আমরা বেগুন ৬০ টাকায় বিক্রি করেছি। আজ ভোরে যখন কারওয়ান বাজারে যাই তখন দেখি সবার আগ্রহ বেগুনের প্রতি, সব ব্যবসায়ীরা বেগুন কিনছে। কারণ আজকে ঢাকা শহরের সব বাড়িতে বলতে গেলে বেগুনি বানাবে। যে কারণে আজ পাইকারি বাজারেই বাড়তি দাম দিয়ে বেগুন কিনতে হচ্ছে। এরপর পরিবহন খরচ, লেবার খরচ, দোকান খরচ সব মিলিয়ে গতকালের চেয়ে বেশি দামে আজকে বেগুন বিক্রি করতে হচ্ছে। যেহেতু আমাদের কেনা বেশি, সেহেতু একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
