ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনবিআর চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:৫০ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের আগ পর্যন্ত তাকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এনবিআর বিলুপ্ত করে ১২ মে মধ্যরাতে জারি হওয়া রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারসহ মোট চার দফা দাবিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ধাপে ধাপে ২৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

২৬ মে (সোমবার) এনবিআর চেয়ারম্যানকে অপসারণের জন্য তিনদিনের সময় বেঁধে দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, যার সময় শেষ হয় বৃহস্পতিবার। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিবৃতি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ
আরও পড়ুন