ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩৬০৭ কোটি টাকা

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

দেশের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৭ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) 

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়ে হয়েছে ০.৫৬ শতাংশ বা ৩ হাজার ৬০৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৪৬ হাজার ৯৮৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭১.১৭ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩২.৭৪ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৭.৫৪ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ।
 
সূচকের উত্থানের পরও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৬৪ কোটি ৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮১ কোটি ৩১ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৬১৭ কোটি ২৬ লাখ টাকা।
 
প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২২ কোটি ৫৪ লাখ টাকা বা ৮.৫৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি ১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ৫৫ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৯টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) 
 
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৬৭ শতাংশ ও ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩১৩৯.৮৭ পয়েন্টে ও ৮০২২.২২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.৭৮ শতাংশ ও সিএসই-৩০ সূচক ২.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১৪.২৯ পয়েন্টে ও ১১২৭৬.২০ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ০.১৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৪৪.৬৩ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬১ কোটি ৩৫ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ২০ কোটি ৪১ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।

Raj/FJ
আরও পড়ুন