বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ, যা গত ৩৫ মাস বা প্রায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২২ সালের জুলাইয়ের পর এটাই সর্বনিম্ন পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি।
বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ, এরপর একধাক্কায় আগস্টে বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৫২ শতাংশে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে কিছুটা কমে দাঁড়ায় ৮ দশমিক ৫৭ শতাংশে। কিন্তু এরপর মূল্যস্ফীতি প্রায় প্রতি মাসেই বেড়েছে এবং ২০২৪ সালের জুলাইয়ে সর্বোচ্চ ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই মূল্যস্ফীতির লাগাম টানার উদ্যোগ নেয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর পরই মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপসহ সুদের হার বাড়িয়ে অর্থ সরবরাহ সীমিত করার পদক্ষেপ নেন।
বিবিএস জানায়, জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এটি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি জুনে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
শহর ও গ্রাম- দুই পর্যায়ে খাদ্যপণ্যে ব্যয় হ্রাস পেয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি জুনে ছিল ৭ দশমিক ৯৯ শতাংশ (মে মাসে ৯.২৯%), আর গ্রামে তা দাঁড়ায় ৭ দশমিক ১৪ শতাংশ (আগের মাসে ৮.৩০%)।
খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি শহরে কমে ৯ দশমিক ৫৩ শতাংশে দাঁড়ালেও গ্রামে তা সামান্য কমে হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে বলেন, 'অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির কারণে মূল্যস্ফীতি দ্রুত কমছে। শুধু খাদ্য নয়, খাদ্যবহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে এবং সামনে এটি আরও কমবে।'
মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ- ২০২৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে কম। জুনে তা আরও কমে ৮ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে।
তবে সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতি হ্রাসের তথ্য এলেও বাজারে নিত্যপণ্যের দামে এখনো বড় পরিবর্তনের প্রমাণ মিলছে না বলে অভিযোগ ভোক্তাদের।
নতুন অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঘোষণা করেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কেবল মুদ্রানীতির উপর নির্ভর না করে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাও প্রয়োজন।
সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর
চলতি মাসেই মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে: অর্থ উপদেষ্টা