ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রেজারি বিল বন্ড থেকে ব্যাংক এশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:০৬ এএম

সরকারি ট্রেজারি বিল বন্ড থেকে ব্যাংক এশিয়ার আয় এক বছরের ব্যবধানে বেড়ে দ্বিগুণ হয়ে গেছেএর বিপরীতে ঋণের সুদ বাবদ আয় কমেছে ব্যাংকটিরগত জুনে সমাপ্ত ব্যাংকটির অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করেতথ্য পাওয়া গেছেতালিকাভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার এ আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ট্রেজারি বিলবন্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যে বিনিয়োগ থেকে ব্যাংকটি সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৪৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৪৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই খাত থেকে ব্যাংক এশিয়ার আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তাতে ব্যাংকটির মুনাফাও বেড়েছে। গত জানুয়ারি থেকে জুনএই সময়ে ব্যাংক এশিয়া মুনাফা করেছে ৩১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০১ কোটি টাকা। সে হিসাবে মুনাফা ৯ কোটি টাকা বেড়েছে।

এদিকে ট্রেজারি বিল বন্ড থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়লেও ব্যাংকের মূল ব্যবসা ঋণের সুদ বাবদ আয় কমে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক এশিয়া ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ৩৯৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৪৩৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ বাবদ আয় কমেছে ৩৭ কোটি টাকা। যদিও এই সময়ে আমানতের সুদ বাবদ ব্যয় প্রায় সোয়া ৪০০ কোটি টাকা বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে আমানতের সুদ বাবদ ব্যাংক এশিয়া ব্যয় করেছে ১ হাজার ৫১০ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৮৬ কোটি টাকা।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানতের সুদ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোকে এখন আমানত সংগ্রহে আগের চেয়ে বেশি অর্থ ব৵য় করতে হচ্ছে। এ কারণে এ খাতে খরচ বেড়েছে ব্যাংকগুলোর।

khk
আরও পড়ুন