ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাল্টা শুল্ক এড়ানোয় বৈশ্বিক বাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে: ড. খলিলুর রহমান

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম

৩৫% পাল্টা শুল্ক এড়ানোয় পোশাক খাত ও শ্রমিকদের মধ্যে স্বস্তি এসেছে এবং বৈশ্বিক বাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, এটি আমাদের পোশাক খাত ও শ্রমিকের জন্য সুখবর। আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি।

শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে খলিলুর রহমান এসব কথা বলেন।  

খলিলুর রহমান বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোচনার প্রতিটি ধাপ পরিচালনা করেছি। আমাদের পোশাক খাত রক্ষাই ছিল অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের কৃষি রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে।

ট্রাম্প নির্বাহী আদেশে ৭০ দেশের আমদানিতে সর্বোচ্চ ৪১% নতুন শুল্ক ঘোষণা করেছেন। এতে শুল্ক সংশোধনের পাশাপাশি নীতিমালা সংস্কার, বাণিজ্য ভারসাম্য ও মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিটি দেশের শুল্ক হার এই সমস্ত ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির গভীরতা প্রতিফলিত করবে।

এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়।

হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯%, আফগানিস্তান ১৫%, ভারত ২৫%, ব্রাজিল ১০%, মিয়ানমার ৪০%, শ্রীলঙ্কা ২০% ও ভিয়েতনামের ওপর ২০% শুল্ক আরোপ করেছে।

NB/FJ
আরও পড়ুন