টিসিবির স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর মাঝে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি চলছে। এছাড়াও রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে।
শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন ট্রাকপ্রতি ৫০০ জনকে টিসিবির তেল, চিনি ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভোক্তাপ্রতি ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।
এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে ৫৪০ টাকায় ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি নিতে পারবেন।
এদিনে বাজারে কোম্পানি ভেদে ভোজ্য তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮০ থেকে ১৯০ টাকা করে। সেইসঙ্গে বাজারে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। একই সঙ্গে মসুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
হিলি বন্দরের অনিয়ম তদন্তের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার
সারাদেশে বৃক্ষরোপণ শুরু করলো কৃষি ব্যাংক 