ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫ বিলিয়ন ডলার 

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৫০ বিলিয়ন বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

বাণিজ্য সচিব বলেন, সদ্য বিদায় নেয়া ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৭ দশমিক ৫০ বিলিয়ন বা ৫ হাজার ৭৫০ কোটি টাকা। সে হিসাবে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৬০০ কোটি টাকা।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম।

বাণিজ্য সচিব জানান, চলতি অর্থবছরের এই লক্ষ্য ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। 

তিনি বলেন, তৈরি পোশাক খাতের ওভেন খাত থেকে ২০.৭৯ বিলিয়ন ডলার এবং নিট পোশাক থেকে ২৩.৭০ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১.২৫ বিলিয়ন ডলার, পাট ও পাটজাত পণ্য থেকে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্য থেকে ১.২১ বিলিয়ন ডলার রপ্তানির আশা করা হচ্ছে। 

LH/FJ
আরও পড়ুন