ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজকের বাজারে সোনার দাম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

জুলাই মাসে দুদফায় বাড়ার পর সোনার দাম কমেছিল। এরপর আর পরিবর্তন হয়নি। শুক্রবার ( ১৫ আগস্ট) ভরিতে সোনার দাম ১,৭১,৬০১ টাকা। যা বাজুস নির্ধারিত সর্বশেষ মূল্যে বিক্রি হচ্ছে।

সর্বশেষ ২৪ জুলাই এক বিজ্ঞপ্তি দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

গত ২৩ জুলাই বাজুস সোনার দাম সমন্বয় করে। ভরিতে ১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ১,৭৩,১৭৫ টাকা। ২১ ক্যারেট ১,৬৫,৩০২ টাকা, ১৮ ক্যারেট ১,৪১,৬৮৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ১,১৭,২২৩ টাকা নির্ধারণ করা হয়, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

NB/AHA
আরও পড়ুন