ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগস্টে ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

চলতি আগস্ট মাসের ২৩ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। 

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, আগস্টে প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে প্রতিদিনের গড় আয় ছিল সাত কোটি ৪১ লাখ ডলার। তবে আগের মাস জুলাইয়ে প্রতিদিন আট কোটি ২৫ লাখ ডলার এসেছিল। ফলে গত বছরের তুলনায় রেমিট্যান্স বাড়লেও জুলাইয়ের তুলনায় কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। এর মধ্যে কৃষি ব্যাংক একাই প্রেরণ করেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

NB/FJ
আরও পড়ুন