ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ই-বাইকের রাজা আকিজের তিন চাকার ‘বন্ধু’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

এমন যদি হয় আপনি বসে আছেন আরামদায়ক কোনো চেয়ারে। সেই চেয়ারে বসেই আপনি বাইক চালাবেন। মোটরবাইকের মত কষ্ট করে ব্যালেন্স রাখতে হবে না। বরং চেয়ারে হেলান দিয়ে আরামসে চালিয়ে পৌঁছে যাবেন গন্তব্যে। এমনই একটি তিন চাকার ই–বাইট এনেছে আকিজ মোটরস। বাইকটির নাম ‘বন্ধু’। স্বামী–স্ত্রী ও বাচ্চাসহ তিনজনের একটি পরিবার অনায়াশে চলাচল করতে পারে এই বাহনে চড়ে।

মজার বিষয় হচ্ছে, এই বাইক চালানোর জন্য জ্বালানি ভরতে নিত্যদিন পেট্রোল পাম্পে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। কেননা, এটি ইলেকট্রিক বাইক। আপনার বাসা-বাড়িতে বসেই এটাকে চার্জ দিতে পারবেন। তিন চাকা বলে এতে ব্যালেন্স রাখার চ্যালেঞ্জ নেই। এমনকি সাইকেল চালানোর বিদ্যা ছাড়াও আপনি এই বাইকটি চালাতে পারবেন। তরুণী বা নারীদের জন্য এই বাইকটি হতে পারে আদর্শ বাহন। বাইকটির চাহিদা দিন দিন বেড়েই চলছে।

তিন চাকার এই বাইক যেন সত্যিকার অর্থেই বন্ধু। এক চার্জে চালানো যায় দীর্ঘ সময়। খরচ মাত্র সাত টাকা। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ৪৮ ভোল্টের ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। একবার ফুল চার্জে আপনি অনায়াসে মতিঝিল-টঙ্গী-মতিঝিল ঘুরে আসতে পারবেন। ৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে ই-বাইকটির। গতিও নেহায়েত কম নয়। বন্ধুর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

বন্ধু ই–বাইকে মোটরের ক্ষমতা ৬০০ ওয়াট। সর্বোচ্চ গতি তোলা যায় ঘণ্টায় ৩৫ কিলোমিটার। শব্দ ও জ্বালানিবিহীন ই–বাইকটিতে শক্তিশালী ও উন্নতমানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্র্যাক নিখুঁত, রয়েছে ডিস্ক ও ড্রাম সিস্টেম। ওজন নিতে পারে সর্বোচ্চ ১০০ কেজি। টায়ার– টিউবলেস। 

‘বন্ধু’তে সিটের মাঝখানে জিনিসপত্র রাখার সুপরিসর জায়গা রয়েছে। এ ছাড়া সিটের নিচের অংশে অনায়াসে নিজের হেলমেট থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র লক করে রাখতে পারবেন। সিটের হেলান দেওয়ার পেছনের অংশেও রয়েছে লক সুবিধাসহ স্টোরেজ। মোটকথা, নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র অনায়াসে এই বাইকে নিয়ে চলে যেতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়।

তিন চাকার এই বাইকটিতে থ্রটলের নিচের সুইচে রয়েছে ব্যাক গিয়ার। সুইচটি চেপে বাইক থেকে না নেমে মোটরের সাহায্যে সহজে বাইকটিকে পেছনে নেওয়া যাবে। পক্ষাঘাতগ্রস্থদের জন্য এটি আদর্শ বাহন। এই বাইকে পায়ের কোনো কাজ নেই। দুই হাতে ব্রেক রয়েছে। ডান হাতে থ্রটল। থ্রটল যত ঘোরানো হবে ততই গতি বাড়বে। থ্রটল ছেড়ে দিলে ধীরে ধীরে বাইকের গতি কমে আসবে। সব মিলিয়ে আকিজের বন্ধু ই–বাইক একের ভেতরে সব।

KK
আরও পড়ুন