সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
সম্প্রতি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্র মারফত বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনকে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ীরা।
এ সময় তারা কোন পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করবেন না, তেমনি বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে আমদানি করবেন না। এক পত্রের মাধ্যমে আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি আমাদেরকে অবগত করেছেন ভারতীয় রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ীরা।
শারদীয় দুর্গাপূজা শেষে আগামী ৪ অক্টোবর থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন।
ভারতে গেলো আরও ১২০০ কেজি ইলিশ