ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সেবা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য একত্রিত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাবিজ’।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিডার জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালগুলোকে সংযুক্ত করা হয়েছে ‘বাংলাবিজ’ পোর্টালে। এছাড়াও এর হোমপেজ থেকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে।

এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বডির সভায় এ উদ্যোগ গৃহীত হয়। বাংলাবিজের ডিজাইন, উন্নয়ন ও বাস্তবায়নে জাইকা আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে।

জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত রূপান্তর, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাবিজ এই দৃষ্টিভঙ্গির একটি বাস্তব প্রতিফলন, যা বিনিয়োগকারীদের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, দেশি-বিদেশি ব্যবসায়ীদের অনেক দিনের দাবি ছিল একটি একক বিনিয়োগ পোর্টাল। বাংলাবিজ সেই চাহিদারই প্রতিফলন। এটি এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে বিনিয়োগে আগ্রহী ব্যক্তি একটি মাত্র প্রবেশপথ ব্যবহার করে বাংলাদেশে ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবাগুলো পেতে পারেন। আমরা আশা করি, এটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যেও মানসম্পন্ন সেবাপ্রদানে প্রতিযোগিতা সৃষ্টি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাবিজের পরবর্তী সংস্করণগুলোর মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ ইনভেস্টর সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে রূপান্তরিত করা হবে। এর আওতায় বিজনেস স্টার্টার প্যাকেজ, বাংলাবিজ আইডি এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সেবা অন্তর্ভুক্ত থাকবে। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর আন্তঃসংযোগ নিশ্চিত করবে।

MMS
আরও পড়ুন