ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন রুবেল আজিজ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

সিটি ব্যাংক পিএলসির নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যাংকটির পরিচালক ও সাবেক চেয়ারম্যান রুবেল আজিজ। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ দায়িত্বের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

জানা যায়, রুবেল আজিজ একজন খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা। তিনি যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আজিজ দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একাধিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও সফলভাবে পরিচালনা করেছেন।

আজিজ পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ডিসেম্বর ২০১১ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ২০১৯ সাল থেকে বনানী ক্লাবের সভাপতি, ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জনতা ইন্স্যুরেন্স কোং লিমিটেডের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের (ইউডব্লিউসি) ন্যাশনাল কমিটির সদস্যও।

তিনি দেশের অন্যতম অভিজাত সামাজিক প্রতিষ্ঠান গুলশান ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।

MH/SN
আরও পড়ুন