পাইপ ফেটে সড়কে ভাসছে তেল, বালতি-ড্রাম হাতে জনতার ভিড়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় একটি পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি দেখা যায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টি কে গ্রুপের সয়াবিন তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ করে পাইপ ফেটে গেলে বিপুল পরিমাণ ভোজ্যতেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে লোকজন ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে দ্রুত তেল সরবরাহের লাইন বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ‘জাহাজ থেকে তেল নামানোর সময় সরবরাহকারী পাইপ ফেটে ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন, আবার কেউ কেউ বিস্ফোরণের গুজব ছড়ান। তবে কোনো বিস্ফোরণ বা ঝুঁকিপূর্ণ কিছু ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘ভোজ্যতেল হওয়ায় বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ শুরু করে।

HN
আরও পড়ুন