ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম

রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় রস ছাড়াই গুড় তৈরির দৃশ্য দেখা যায়। 

ভেজাল গুড় তৈরির ওই কারখানার মালিকের নাম মোছা. লাকি। তার স্বামী পলাতক রয়েছেন। 

লাকি সাংবাদিকদের বলেন, রস দেই না। এটা চিনি গুড়। অল্প চিনি দেই, ২ বস্তা করে, অল্প রঙ দেই, চিনি চুন, কালার ও হালকা হাইড্রোজ দিয়ে গুড় তৈরি করি।

তিনি আরও বলেন, এই গুড় গোপালপুর ও লালপুরসহ বিভিন্ন মোকামে যায়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ইবরাহিম হোসেন বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে আমরা এই অভিযান চালাচ্ছি। এখানে গুড়ের চেয়ে চিনি বেশি পেয়েছি। রসের ছিটেফোঁটাও পাইনি। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি আরও বলেন, অভিযান অব্যাহত রয়েছে। সচেতনতার পাশাপাশি অভিযানের মাধ্যমে নির্মূল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন থেকে তথ্য পাচ্ছিলাম ভেজাল গুড় তৈরি হচ্ছে। ক্ষতিকারক কেমিকেল রঙ দিয়ে আঁখ ও খেজুরের গুড় বলে সেগুলো বাজারজাতও করা হচ্ছিল। যারা এগুলো করছে, তারা দেশ ও মানুষের ক্ষতি করছে। 

তিনি আরও বলেন, ভেজাল প্রতিরোধে র‌্যাব সোচ্চার ছিল। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

AHA
আরও পড়ুন