ভারী বৃষ্টির ফলে মঙ্গলবার (২৫ নভেম্বর) গাজা উপত্যকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার গৃহহীন ফিলিস্তিনির তাঁবু প্লাবিত হয়েছে, যা শীতের তীব্র ঝড় মোকাবিলায় তাদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দুই বছরব্যাপী স্থল ও বিমান যুদ্ধের কারণে গাজার প্রায় ২০ লাখ মানুষের বিশাল অংশকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে হয়েছে। বর্তমানে অনেকেই তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়ে জীবনযাপন করছেন।
অক্টোবর থেকে যুদ্ধে যুদ্ধবিরতি মোটামুটি বজায় থাকলেও, জনবহুল গাজার বিস্তীর্ণ অংশ, যার মধ্যে মৌলিক অবকাঠামোও ছিল, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর ফলে অধিকাংশ মানুষের জীবনধারণের পরিস্থিতি অত্যন্ত কঠিন।
বৃষ্টির মধ্যে তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে উম আহমেদ আওদাহ বলেন, ‘এই দুর্ভোগ, এই বৃষ্টি এবং নিম্নচাপের আবহাওয়া এখনও শুরু হয়নি। শীতের শুরু মাত্র, আর আমরা ইতোমধ্যেই বন্যায় ভেসে লজ্জিত। আমরা নতুন তাঁবু বা ত্রিপল পাইনি। আমাদের তাঁবু ও ত্রিপল দুই বছরের পুরনো এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।’

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল-শাওয়া জানান, বাস্তুচ্যুত প্রায় ১৫ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য অন্তত ৩ লাখ নতুন তাঁবুর জরুরি প্রয়োজন।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গত সপ্তাহে প্রবল বৃষ্টি ও বন্যায় হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকার কিছু অংশে বন্যার পানি মাটির থেকে ৪০-৫০ সেন্টিমিটার পর্যন্ত উঠে কিছু তাঁবু সম্পূর্ণভাবে ভেসে গেছে। এছাড়া একটি ফিল্ড হাসপাতালও বন্যার কারণে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।
জাতিসংঘ সোমবার জানিয়েছে, শীতকালীন সরবরাহ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে সহায়তা সংস্থাগুলোর উপর আরোপিত বিধিনিষেধের কারণে ট্রাকের সংখ্যা সীমিত। হামাস-নেতৃত্বাধীন গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশ্রুত ত্রাণ যথেষ্ট পরিমাণে প্রবেশ করছে না। সাহায্য সংস্থাগুলো বলছে, ইসরায়েল অনেক প্রয়োজনীয় সামগ্রী ঢুকতে দিচ্ছে না।

অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অধীনে সমস্ত বাধ্যবাধকতা পূরণ করছে এবং কোনো সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে না। তারা আরও অভিযোগ করেছে, সাহায্য সংস্থাগুলো ত্রাণ বিতরণে অদক্ষ বা হামাস যোদ্ধাদের মাধ্যমে চুরি প্রতিরোধে ব্যর্থ। হামাস সাহায্য চুরির অভিযোগ অস্বীকার করেছে।
যুদ্ধের অবসানে সমঝোতার কথা জানালো ইউক্রেন
থাইল্যান্ডে রেকর্ড বৃষ্টিপাত, নিহত ৩৩
