প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর দেশ আইসল্যান্ড, যাকে বলা হয় আগুন ও বরফের দেশ। বিশাল হিমবাহ, আগ্নেয়গিরি, গরম প্রস্রবণ আর জলপ্রপাতের কারণে এটি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে এই অপার সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু গভীর বিপদ যা প্রকৃতি থেকেই সৃষ্টি।
বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হওয়া সত্ত্বেও, আইসল্যান্ডে মানুষের চেয়ে বেশি বিপদ তৈরি করে প্রকৃতিই। সতর্কতা উপেক্ষা করলে এসব স্থানে ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা। আসুন জেনে নিই আইসল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক ১০টি দর্শনীয় স্থান সম্পর্কে।
১. গ্রিওটাগজা (Grjotagja)

লেক মাইভাটনের কাছে অবস্থিত এই লাভা গুহা একসময় জনপ্রিয় স্নানস্থান ছিল। তবে বর্তমানে রক্ষী না থাকায় পাথরের ওপর পিছলে পড়ে গুরুতর আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে।
২. ডেটিফস (Dettifoss)

ভাটনাজোকুল ন্যাশনাল পার্কে অবস্থিত ইউরোপের দ্বিতীয় শক্তিশালী জলপ্রপাত। এখানে তীব্র জলপ্রবাহ ও পাথুরে পরিবেশের কারণে খুব কাছাকাছি যাওয়া বিপজ্জনক।
৩. ডাইরহোলে (Dyrhólaey)

দক্ষিণ উপকূলের এই খাড়া শিলা খিলানে প্রতিনিয়ত পর্যটক ভিড় করেন। সতর্কতা উপেক্ষা করে অনেকে বেড়া পার হয়ে খাড়া ঢাল থেকে পড়ে যান।
৪. গুলফস (Gullfoss)

১০৫ ফুট উঁচু এই জলপ্রপাতের কিছু অংশে রেলিং না থাকায়, পর্যটকরা খুব কাছাকাছি গিয়ে দুর্ঘটনার শিকার হন।
৫. কেটুবজর্গ (Ketubjörg)

উত্তর-পশ্চিমের এই পর্বত ও জলপ্রপাত এলাকায় নেই কোনো রক্ষী বা সুরক্ষা ব্যবস্থা। খাড়া পাহাড় থেকে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।
৬. ক্রিসুভিকুরবজর্গ (Krísuvíkurbjarg)

দক্ষিণ উপকূলে অবস্থিত খাড়া শিলার এই স্থানটি প্রাকৃতিকভাবে সুন্দর হলেও জোর বাতাস আর কোনো সুরক্ষা না থাকায় এটি অত্যন্ত বিপজ্জনক।
৭. রেইনিসফজারা বিচ (Reynisfjara Beach)

এই কালো বালির সৈকত তার হঠাৎ আসা বিশাল ঢেউ ও শক্তিশালী স্রোতের কারণে বহু প্রাণ কেড়েছে। সৈকতের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে মৃত্যু।
৮. নামাস্কার্ড (Namaskard)

উত্তরের এই ভূ-তাপীয় এলাকাটি থেকে নির্গত হয় গরম বাষ্প। কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় অনেকেই অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হন।
৯. সেলটুন (Seltún)

রেয়কজানিস উপদ্বীপে অবস্থিত এই ভূতাপীয় ক্ষেত্রও বাষ্পের কারণে বিপজ্জনক। চোখে না দেখা পথে অনেকেই পড়ে গিয়ে আঘাত পান।
১০. ভিটি (Víti)

উঁচুতে অবস্থিত এই আগ্নেয়গিরির ক্র্যাটারজল বরফ ও আগ্নেয়শক্তির মিশ্র রূপ। এখানে কোনো রক্ষী নেই। ফলে পর্যটকরা খাড়া ঢাল থেকে পড়ে বা ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকেন।
আইসল্যান্ডে ভ্রমণ করতে গেলে পর্যটকদের উচিত যেকোনো প্রাকৃতিক স্থানে সতর্কতা নির্দেশনা মেনে চলা। নিরাপদ দূরত্ব বজায় রাখা। আবহাওয়া সম্পর্কে অবগত থাকা।
পর্যটনের নামে প্রকৃতির ক্ষতি নয়, চাই সচেতনতা ও সহানুভূতি