দুর্নীতির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

দুর্নীতির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী আলেজান্দ্রো গিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) কিউবার সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

আদালতের বিবৃতিতে জানানো হয়েছে, গিলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, প্রতারণা এবং ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বিদেশি কোম্পানি থেকে অবৈধ অর্থ গ্রহণ এবং সম্পদ বৈধ করার উদ্দেশ্যে অন্য সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছিলেন।

একসময়ে কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-কানেলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আলেজান্দ্রো গিল। ২০২১ সালে তিনি বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডিয়াজ-কানেল তাকে বরখাস্ত করার পর থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন। বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের দুর্নীতি ও রাষ্ট্রীয় নীতি লঙ্ঘনের বিরুদ্ধে এই রায় কিউবার রাজনৈতিক অঙ্গনে একটি কঠোর বার্তা।

সূত্র: রয়টার্স

DR/SN