ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ফ্রন্টলাইন শহর হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে অবস্থিত ভারভারিভকা গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর রুশ কমান্ডাররা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুলিয়াইপোল শহরে প্রবেশের কথা জানালেও ইউক্রেন তা অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন জানান, রুশ বাহিনী হুলিয়াইপোলের যোগাযোগ ও রসদ সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘেরাও করার চেষ্টা করছে।
এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছে, হুলিয়াইপোলসহ আশপাশের এলাকায় রুশ বাহিনীর ১৯টি হামলা প্রতিহত করেছে তাদের সেনারা। তবে বিবৃতিতে ভারভারিভকা গ্রাম নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
