বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক সৌদি আরব ও রাশিয়া। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওপেক প্লাস সদস্যদের সঙ্গে রিয়াদে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৈশ্বিক অর্থনীতির মঙ্গলের জন্য তেল উৎপাদন কমানোর চুক্তিতে যোগ দিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। খবর রয়টার্সের।
পুতিনের তাৎক্ষণিকভাবে সাজানো রিয়াদ সফর ও বৈঠকের কয়েক ঘণ্টা পর রাশিয়া-সৌদির যৌথ বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে ক্রেমলিন।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানির ক্ষেত্রে উভয় পক্ষ তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও বিশ্বব্যাপী তেলের বাজারের স্থিতিশীলতা বাড়াতে ওপেক প্লাস দেশগুলোর সফল প্রচেষ্টার প্রশংসা করেছে। উভয় পক্ষই সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব ও সকল সদস্যকে ওপেক প্লাস চুক্তিতে যোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। চুক্তিটি উৎপাদক ও ভোক্তা, উভয় পক্ষের স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।
