বাবা ছিলেন হতদরিদ্র, ছেলে কোম্পানির মালিক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:০১ এএম

অভাবের সংসারে বড় হন মোস্তফা পিসি। সংসারের হাল ধরতে বাবার সঙ্গে আদার জমিতে কাজ করতেন তিনিও। দিনে বাবার আয় ছিল মাত্র ১০ রুপি। আর তা দিয়েই সংসার চলত। সেই হতদরিদ্র বাবার ছেলে মোস্তফা পিসি এখন আইডি ফ্রেশ ফুড নামে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি তিন হাজার কোটি রুপির কোম্পানির মালিক।

সম্প্রতি দ্য নিয়ন শো’র এক সাক্ষাৎকারে মোস্তফা পিসি তার ছোটবেলা স্মৃতিচারণ করতে গিয়ে এ সব কথা বলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে মোস্তফার কোম্পানি আইডি ফ্রেশ ফুড’র যাত্রা শুরু হয়। সেই সময় তিনি তার ছোট একটি রান্নাঘরের বাইরে রেডি-টু-কুক প্যাকেটজাত কৃষিপণ্য বিক্রি করতেন। একই সঙ্গে সংসার চালানোর জন্য তিনি ছোট চাকরিও করতেন। তার ব্যবসা থেকে যে অল্প কিছু লাভ হতো তা তিনি জমিয়ে রাখতেন। তার জমানো অর্থ থেকেই মাত্র ১৫০ রুপি দিয়ে তিনি একটি ছাগল কেনেন। যেটা তার পরিবারের একমাত্র সম্পদ ছিল।

এর কিছুদিন পর মোস্তফা একটি গরু কেনেন এবং এর মাধ্যমে পরিবারের ভাগ্য কিছুটা ফেরাতে সক্ষম হন। সাক্ষাৎকারে তিনি বলেন, গরু কেনার পর দুধ বিক্রি করে আমদের দিনে তিন বেলা খাবার জুটতো।

এভাবে অর্থ জমিয়েই তিনি ধীরে ধীরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রকৌশল অধ্যয়ন শেষে ওই পেশায় নিয়োজিত হন।

একইসঙ্গে এগিয়ে নিয়ে গেছেন তার আইডি ফ্রেশ ফুড কোম্পানি। তিনি বলেন, কোম্পানির যাত্রা শুরুর সময় অনেক ঘাত-প্রতিঘাতের শিকার হয়েছি। এখন আমাদের কোম্পানি বিশ্বের বৃহত্তম তাজা খাদ্যের ব্যবসা করছে।

FI