ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবাষির্কীর অনুষ্ঠানে দুটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে আইএস দাবি করে- তাদের দুই সদস্য সোলাইমানির স্মরণ অনুষ্ঠানের ভিড়ের মধ্যে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বুধবারের ওই হামলায় ১০৩ জন নিহত ও আরও ১৭১ জন আহত হয়। বিস্ফোরণের ঘটনায় ‘সন্ত্রাসীদের’ দায়ী করে রক্তক্ষয়ী এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তেহরান।
