ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিটিএসের সঙ্গে দেখা করতে পালালো ৩ কিশোরী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

দক্ষিণ কোরিয়ার বিটিএস ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়েছেন ভারতের তিন কিশোরী। তাদের প্রত্যেকের বসয় ১৩ বছর। ওই তিন কিশোরীর বাড়ি তামিলনাড়ু রাজ্যের পশ্চাৎপদ কারুর জেলার একটি গ্রামে।

মেয়েদের বাড়িতে না দেখে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। পরে পুলিশ বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এবং খোঁজাখুঁজি শুরু হয়।

পরে কাটপাদি নামে একটি রেলস্টেশনে বিপদাপন্ন কিশোরীদের মুখোমুখি হয় এক পুলিশ সদস্য। তিনি তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। শুধু তাই নয়, শিশুবিষয়ক বিভিন্ন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। অবহিত করা হয় ভেলোরের জেলা শিশুকল্যাণ কমিটিকেও।

কমিটির প্রধান পি বেদনায়গাম জানান, কিশোরীদেরকে নিজেদের জিম্মায় নিয়ে রাষ্ট্র পরিচালিত একটি সুরক্ষা কেন্দ্রে রাখা হয়। পরে সেখান থেকেই তাদের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা পৌঁছালে ৩ কিশোরীসহ সবাইকে একটি কাউন্সেলিং করানো হয়।

তিনি বলেন, তিন কিশোরীর কাছে বিটিএস ব্যান্ডই সব অনুপ্রেরণার উৎস। নাচ এবং সংগীতের জীবন চায় তারা। তাদের বাড়ি থেকে পালিয়ে বিদেশে যাওয়া সিদ্ধান্তটিকে ‘মারাত্মক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন বেদনায়গাম।

সূত্র : এনডিটিভি

FI
আরও পড়ুন