ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানে বোমা বিস্ফোরণের মূলহোতা শনাক্ত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম

ইরানে কাসেম সোলাইমানির স্মরণ অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণ ঘটানোর মূলহোতাকে শনাক্ত করেছে দেশটির গোয়েন্দারা। তারা বলছেন, তাজিকিস্তানের নাগরিক আলিয়াস আবদোল্লাহ তাজিকি এর মূলহোতা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ওই বিস্ফোরণের ঘটনায় যাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি তাজিকিস্তানের নাগরিক আলিয়াস আবদোল্লাহ তাজিকি।

গত ডিসেম্বরের মাঝামাঝি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেন তাজিকি। পরে বোমাগুলো তৈরি করে বিস্ফোরণের দুই দিন আগেই ইরান ত্যাগ করেন তিনি।

এছাড়া দুই আত্মঘাতী বোমা হামলাকারীর মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে আইআরএনএ। ২৪ বছর বয়েসী ওই যুবকের তাজিকিস্তান ও ইসরাইলের নাগরিকত্ব রয়েছে। আফগানিস্তানে আইএস জঙ্গিদের কাছে কয়েক মাস প্রশিক্ষণের পর ইরানে প্রবেশ করে সে।

দ্বিতীয় বোমা হামলাকারীর পরিচয় বের করার চেষ্টা করছে গোয়েন্দারা। যদিও হামলার দায় স্বীকার করতে গিয়ে আইএস ইতিপূর্বে দুই হামলাকারীর নাম প্রকাশ করেছিল। আইএসের তথ্য অনুযায়ী, তাদের একজনের নাম ওমর আল-মোবাহেদ এবং অন্যজন সেইফ-আল্লাহ আল-মুজাহেদ।

SN
আরও পড়ুন