পাকিস্তানের লাহোরের আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতাসম্পন্ন ব্যক্তি আমির বালাজ টিপু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি একটি পণ্য পরিবহণ নেটওয়ার্কের মালিক ছিলেন।
জানা গেছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এক অজ্ঞাত ব্যক্তির গুলিতে আহত হন টিপু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক টিপুকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি টিপুসহ আরও ২ জন অতিথিকে লক্ষ্য করে গুলি চালায়। সেসময় টিপুর সঙ্গে থাকা সশস্ত্র সহযোগীরা দ্রুত পাল্টা জবাব দিলে হামলাকারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। টিপুর মৃত্যুর খবরে তার সমর্থকদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই হাসপাতালে জড়ো হয়েছিলেন।
আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ওই এলাকাটি সিল করে দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করছে। তাদের মূল উদ্দেশ্য হলো, হামলার পেছনের রহস্য উদঘাটন করা এবং হামলাকারীকে শনাক্ত করা। সূত্র: ডন।
