ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গুজরাতের ঝুলন্ত সেতুতে দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৪১

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৩:০০ পিএম

খবর সংযোগ ডেস্ক: গুজরাতের মৌরবিতে ঝুলন্ত সেতু ছিঁড়ে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৪১ দাড়িয়েছে । দুর্ঘনায় পড়া ১৭৭ জনকে উদ্ধার করা গেছে,  এখনও উদ্ধারকাজ চলছে । গত রবিবার (৩০ অক্টোবর)  জেলার মচ্ছু নদীর উপর ব্রিটিশ শাসন আমলে তৈরী সেতুটি ছিঁড়ে এ ঘটনা ঘটে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে শামিল হয় সেনা সদস্যরা।

বিগত বেশ কয়েকদিন সেতুটি বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে।  ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ।  সেইসময়  সেতুটিতে কয়েকশো মানুষ ছিলেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। তাদের মধ্যে প্রচুর শিশু এবং মহিলা ছিলেন।    আহত শতাধিক, এর মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুজরাতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মেরজা এই দুর্ঘটনা সম্পর্কে  বলেন, ‘গত সপ্তাহে সংস্কার করা হয়েছে সেতুটির। আমরা এই দুর্ঘটনায় হতবাক।  বিষয়টি খতিয়ে দেখছি… সরকার এই দুর্ঘটনায় দায় স্বীকার করছে।’

এদিকে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি জানান, দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় মৃতদের নিকটাত্মীয়দের ৪ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। এদিকে গুজরাতের এই  দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  দূর্ঘটনার সময় তিনি গুজরাত সফরে ছিলেন। মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী।

AHR
আরও পড়ুন