ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের জব্দ করা সেই ইসরায়েলি জাহাজ থেকে ১৭ ভারতীয় আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম

উত্তেজনার মধ্যে ১৭ জন ভারতীয় নাবিকসহ একটি ইসরায়েলি জাহাজ জব্দ করেছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছ থেকে জাহাজটি জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ৮ কর্মকর্তা নিহত হন।

হামলার ঘটনায় প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে আসছেন ইরানি কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত বুধবার (১০ এপ্রিল) ঈদের খুতবায় বলেন, ইরানি দূতাবাসে হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।
 
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, খুব শিগগিরই ইসরায়েলে হামলা চালাবে ইরান। বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে।

ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। হামলা মোকাবিলার জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
 
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শনিবার ইসরায়েলি জাহাজ জব্দের কথা জানালো ইরান। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আইআরজিসির কমান্ডারা হেলিকপ্টারযোগে হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অভিযান চালাচ্ছে।
 
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, অভিযান চালিয়ে এমএসসি অ্যারিস নামে একটি কনটেইনার জাহাজ আটক করা হয়েছে এবং সেটা এখন ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ইরান যে এমএসসি অ্যারিস নামে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আমরা জানতে পেরেছি যে, জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক রয়েছেন।

ইতালীয়-সুইস গ্রুপ এমএসসি জাহাজটির পরিচালনার দায়িত্বে রয়েছে। তারা নিশ্চিত করেছে, ইরানি কর্তৃপক্ষ জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে। এমএসসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে ২৫  জন নাবিক রয়েছেন। তাদের সুস্থতা নিশ্চিত করতে এবং জাহাজের নিরাপদ প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। সূত্র: এনডিটিভি

 

AS
আরও পড়ুন