সুইডেনের গোথেনবার্গ শহরে ইসরায়েলি পণ্য নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
গোথেনবার্গ শহরের ডেপুটি মেয়র ড্যানিয়েল বার্নমার আল জাজিরাকে বলেন, আমরা মনে করি গোথেনবার্গের করদাতারা কর প্রদান করার মাধ্যমে যুদ্ধে অংশ নিতে চান না।
গত ২ ফেব্রুয়ারি থেকে গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে সুইডেনের রাজধানীতে বিক্ষোভ করছে একদল বিক্ষোভকারী।
বিক্ষোভকারীরা সার্জেলস টর্গে জড়ো হয়ে ‘ফিলিস্তিনীদের মুক্ত করুন’ ‘দখলদারি বন্ধ করুন’ স্লোগান দিয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায়। এছাড়াও বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জন এবং ইসরায়েলকে সমর্থনকারী সংস্থাগুলো বয়কটের আহ্বান জানান।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় অন্তত ৭৯ হাজার ২০৫ জন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।
