ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাইসির মৃত্যুতে উচ্ছ্বসিত মার্কিন সিনেটর

আপডেট : ২০ মে ২০২৪, ১২:১৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বেশ কয়েকটি দেশ পাশে থাকার কথা জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে এই দুর্ঘটনা নিয়ে একজন মার্কিন সিনেটর সামাজিক মাধ্যমে একধরনের উচ্ছ্বাস করছেন। সোমবার (২০ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২০ মে) রিক স্কট নামে এক রিপাবলিকান আইন প্রণেতা ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‌তাকে (রাইসি) ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। যদি তিনি মারা যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে।

দুর্ঘটনার পর রাশিয়া অনুসন্ধানে সহায়তার প্রস্তাব দিয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতও সমর্থন দিয়েছে এবং বলেছে যে তারা ইরানের পাশে আছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুর্ঘটনার খোঁজ নিচ্ছেন।

MB/FI
আরও পড়ুন