দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভ ও সংঘর্ষের পর কর পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো। জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, এই বিলে কেনিয়দের কোনো সায় নেই। বিলটিতে স্বাক্ষর করে তা আইনে পরিণত করবেন না বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৫ জুন) কেনিয়া সরকারের নতুন কর আইনের বিরুদ্ধে রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে হিসাব দিয়েছে ‘কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস’ (কেএনএইচআরসি)। বিক্ষুব্ধ জনতা এদিন পার্লামেন্ট ভবনে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
ওই সময় কেনিয়ার আইনপ্রণেতারা ভেতরে বসে কর বাড়ানোর বিল পাস করছিলেন। বিলটি পাসের পর তা প্রেসিডেন্টের কাছে পাঠানোর কথা ছিল। প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হত। কিন্তু জনতার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট তা না করারই সিদ্ধান্ত জানালেন।
