ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কর বিরোধী বিক্ষোভে কেনিয়ায় ৩৯ জনের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৩:১৮ পিএম

কেনিয়ায় প্রায় সব ধরনের পণ্যের কর প্রতিবাদে  সরকার বিরোধী বিক্ষোভে গত এক সপ্তাহে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সোমবার (১ জুলাই) দেশটির মানবাধিকার সংস্থা ‘দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস’ (কেএনসিএইচআর) এমন তথ্য জানিয়েছে।

কেনিয়াতে কর বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। এর আগে গত রবিবার কেনিয়ার একটি টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছিলেন, বিক্ষোভে ১৯ জন মারা গিয়েছিল। সে সময় এসব মৃত্যুর তদন্তের প্রতিশ্রুতি দেন তিনি। তবে তাদের মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয়, নিজেদের মধ্যে সংঘাত ও বিশৃঙ্খলার কারণে প্রাণ হারিয়েছেন বলে জানান তিনি।

কিন্তু কেএনসিএইচআর জানায়, সাম্প্রতিক ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষে ৩৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৩৬১ জন। এ ছাড়া বিক্ষোভের সময়কালে নিখোঁজ বা গুমের শিকার হয়েছেন ৩২ জন এবং ৬২৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

HK/FI
আরও পড়ুন