ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রিটিশ মন্ত্রিসভায় চমক, ৮০০ বছরের ইতিহাস ভাঙলেন র‍্যাচেল রিভস

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৫৮ এএম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর দেশটির ৮০০ বছরের ইতিহাস ভেঙে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৫ বছর বয়সি র‍্যাচেল রিভস। এটি ব্রিটেন সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ।

কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় জয়জয়কার নারীদেরই। ২০ জন মন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী (চ্যান্সেলর অব দ্য এক্সচেকার)সহ রেকর্ড ১১ পদে নারীদের বেছে নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির উপপ্রধানমন্ত্রী করা হয়েছে অ্যাশটন-আন্ডার-লিনের এমপি অ্যাঞ্জেলা রেইনাহকে।

এছাড়া স্টারমারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গায়ানিজ বংশোদ্ভূত ডেভিড লামি। লেবার পার্টির অন্যতম শীর্ষ পদধারী নারী ৫৫ বছর বয়সি ইয়েভেত্তে কুপার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন ৪০ বছর বয়সি নারী ব্রিজেট ফিলিপসন। বিচারমন্ত্রী করা হয়েছে শাবানা মাহমুদকে। অন্যদিকে শ্রম এবং কারামন্ত্রী হয়েছেন লিজ কেনডাল।

দেশটির পরিবহনমন্ত্রীর পদ পেয়েছেন লুইস হেইঘ। ওয়েলসবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ৫৭ বছর বয়সি জো স্টিভেনস। লিসা ন্যান্ডিকে যুক্তরাজ্য সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী করা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাঞ্জেলা লেডি স্মিথ (৬৫)।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

এরপর শুক্রবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে গিয়ে দেখা করেন কিয়ার স্টারমার। ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস তাঁকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, রয়টার্স

AS
আরও পড়ুন