ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেয়ার স্টারমারের মন্ত্রিসভায় রুশনারা আলীও

 

 

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৩৭ এএম

সম্প্রতি শেষ হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসাবে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। এবার কিয়ারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন সিলেটের মেয়ে রুশনারা আলী। তিনি দেশটির বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছেন।

এর আগে স্টারমারের মন্ত্রিসভায় নগরমন্ত্রীর দায়িত্বপান শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ। টিউলিপ সিদ্দিকের পর ব্রিটেনের মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনৈতিক রুশনারা আলীর নাম যুক্ত হল। গত সপ্তাহে (৪ জুলাই) অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি।

রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এমপি পদে নির্বাচিত হয়ে আসছেন তিনি।

রুশনারা বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

HK/SM
আরও পড়ুন