সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) দেশটির একজন পুলিশ মুখপাত্র এই তথ্য জানিয়েছে।
পুলিশ মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান বলেন, প্রায় ৬৩ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। একটি ভিডিও ফুটেজে মোগাদিশুর আবদিয়াজিজ জেলায় বেশ কিছু মৃতদেহ ও আহত লোক দেখানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাটি চালিয়েছে আল-শাবাব জঙ্গিরা, যারা দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীটি আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এবং সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নৃশংস বিদ্রোহ চালিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, ‘মানুষ আতঙ্কিত হয়ে পড়ে কারণ কী ঘটছে তা তারা বুঝতে পারেনি। কারণ বিস্ফোরণের পরপরই গোলাগুলি শুরু হয়েছিল।’
আবদিলাতিফ আলী বলেন, কিছু লোক মাটিতে শুয়ে পড়ে বাঁচার চেষ্টা করছিলেন, অন্যরা পালানোর চেষ্টা করেছিলেন। তিনি আরো বলেন, ‘আমি সমুদ্র সৈকতে আহত আনেক মানুষ দেখেছি।
মানুষ আতঙ্কে চিৎকার করছিল এবং কে মারা গেছে বা কে এখনও বেঁচে আছে তা বের করা কঠিন হয়ে পড়ে।’
অন্তত পাঁচজন এই হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানান পুলিশ মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান। সূত্র : বিবিসি
